ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শহরে বিক্ষোভ

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০২:১২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০২:১২:৫৩ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করেছেন প্রায় এক লাখ মার্কিন নাগরিক।স্থানীয় সময় গতকাল (শনিবার, ১৮ অক্টোবর) সকালে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ নিউ ইয়র্ক, শিকাগো, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পবিরোধী এ ‘নো কিংস’ বিক্ষোভের অংশ হিসেবে আড়াই হাজারেরও বেশি র‌্যালি বের করেন আয়োজকরা।প্ল্যাকার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রধান সড়ক ও সাবওয়েতে অবস্থান নিতে দেখা যায় বিক্ষোভকারীদের। তাদের অভিযোগ, ট্রাম্পের অভিবাসন ও শিক্ষাসহ বিভিন্ন নীতি দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। আয়োজকদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।




এখনও পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। যদিও ট্রাম্পের রিপাবলিকান সমর্থকরা এ আয়োজনকে বামপন্থীদের ‘হেইট আমেরিকা র‌্যালি’ হিসেবে উল্লেখ করেছেন।নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সমাবেশে ড্রোন ও হেলিকপ্টার দিয়ে নজরদারি করা হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv