প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:০৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:০৯:৩৫ অপরাহ্ন
অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ ৫ দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের পদযাত্রা আটকে দেয়।



এসময় পুলিশ সদস্য এবং শিক্ষকদের মুখোমুখি অবস্থান করতে দেখা যায়। পাশে রাখা ছিল পুলিশের জলকামান।




ইবতেদায়ি শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।


সড়কে শিক্ষকদের অবস্থানের কারণে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে পল্টন, প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv