সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে গ্রাম্য মাতবর খুন

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪১:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪১:২৯ পূর্বাহ্ন
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুক গ্রামে জমি সংক্রান্ত বিরোধ মেটাতে আয়োজিত সালিশ বৈঠকে বাদশা মোল্যা (৬৫) নামে এক গ্রাম্য মাতবরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।



গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বলুক গ্রামের হাফিজার মোল্যার বাড়ির পাশের চৌমাথায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা মোল্যা ওই গ্রামের মৃত ধলা মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরদিন শুক্রবার বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসানো হয়।



সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির হোসেন (২২) হঠাৎ উত্তেজিত হয়ে শিউলির মামা বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাদশা মোল্যাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা প্রতিপক্ষ আনোয়ারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, সালিশ চলাকালে একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv