সম্মেলনে অংশগ্রহণের নামে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশিকে ফেরত

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৩:৫০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:৫০:২৩ অপরাহ্ন
চাকচিক্যময় করপোরেট পোশাকে সজ্জিত ছয় বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশ করতে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তারা দাবি করেছিলেন, ‘একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে’ যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন। তবে তাদের বক্তব্যে সন্দেহ প্রকাশ করে সীমান্ত কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দেয়নি।

শনিবার (২৫ অক্টোবর) উত্তরাঞ্চলীয় বুকিত কাইয়ু হিটেম সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেন চার পুরুষ ও দুই নারী। তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সির (এমসিবিএ) কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ নাসারউদ্দিন এম নাসির।

তিনি জানান, ৪ জন পুরুষ ও একজন নারী স্যুট পরিহিত ছিলেন এবং অপর নারী শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন। তবে যাচাই-বাছাই শেষে দেখা যায়, তারা কেউই প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি। তাদের বক্তব্য ও কাগজপত্রে অসঙ্গতি থাকায় কর্তৃপক্ষ মনে করছে, মালয়েশিয়ায় প্রবেশের পেছনে তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।


নাসারউদ্দিন বলেন, ‘তারা স্থলপথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় তাদের নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়।’


তিনি আরও বলেন, ‘আমাদের সংস্থা দেশের সীমান্ত সর্বদা সুরক্ষিত রাখার এবং আইনভঙ্গের যে কোনো প্রচেষ্টা রোধে প্রতিশ্রুতিবদ্ধ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv