‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন মাই টিভির বার্তা ও সম্প্রচার পরিচালক জেকের উদ্দিন সম্রাট

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:০৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:০৭:৩৫ অপরাহ্ন
বিশ্বজুড়ে সেরা ব্যবসা, উদ্যোক্তা ও পরিসেবা প্রদানকারীদের ব্যতিক্রমী কাজের স্বীকৃতি দিতে আয়োজিত ‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত হয়েছেন মাই টিভির বার্তা ও সম্প্রচার পরিচালক জেকের উদ্দিন সম্রাট।

রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল ব্যক্তিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তাদের মধ্য থেকে টিভি ও ব্রডকাস্টিং খাতে অসাধারণ অবদানের জন্য জেকের উদ্দিন সম্রাটকে ‘সেরা বিজনেস কনফারেন্স এন্ড গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ড. মো. আবু তারেক, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ।

পুরস্কারপ্রাপ্তির পর জেকের উদ্দিন সম্রাট বলেন,

“এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে দায়িত্বশীল সম্প্রচার ও মানসম্মত সাংবাদিকতা বজায় রাখতে। মাই টিভির পুরো টিমের পরিশ্রম ও পেশাদারিত্বের ফলই এই অর্জন।”

গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড প্রতিবছর বিশ্বব্যাপী ব্যবসা, উদ্যোক্তা ও গণমাধ্যম খাতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানিয়ে থাকে। ২০২৫ সালের এই আয়োজনে বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv