এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার

আপলোড সময় : ০১-১১-২০২৫ ১২:০২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ১২:০২:০৫ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নৌকা ডুবেছে, এখন শাপলা ভাসবে। ইসির ‘ইগো’ ও একটি বিশেষ দলের প্রভাবের কারণেই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প প্রতীক।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরোয়ার তুষার আরও বলেন, আওয়ামী লীগের পর জাতীয় পার্টিই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নেতা এরশাদ এখন কবরে, জাতীয় পার্টিও সেই পথে হাঁটছে। এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে, তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।





তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে জাতির সঙ্গে ‘মহা প্রতারণা’ করা হয়েছে। আমরা দেশে নতুন কোনো আওয়ামী লীগ দেখতে চাই না। সনদের আইনি স্বীকৃতির জন্য অবিলম্বে গণভোট জরুরি, যোগ করেন তিনি। বিএনপিকে উদ্দেশ করে সরোয়ার তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পেইন করছে? তাদের ৩০ শতাংশ ভোট যদি ‘না ভোটে’ যায়, তবু বিপুল ভোটে জুলাই সনদ পাস হবে। তখন তারা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের আয়োজন করেছিলেন। অথচ আজ বিএনপি সেই ‘হ্যাঁ-না ভোটের’ বিরোধিতা করছে। জুলাই সনদের বিরোধিতা করলে জনগণই তাদের দুমড়েমুচড়ে পদ্মায় ফেলে দেবে।       





এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ও ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ। সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv