বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান, একে৪৭-সহ বিপুল অস্ত্র উদ্ধার

আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৩:৩৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৩:৩৯:০৮ অপরাহ্ন
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করার সময় কেএনএফ সদস্যদের সাথে গুলি বিনিময়ের পর অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান চালাচ্ছে।উদ্ধার অস্ত্র-সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল, দু’টি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকোলার, দু’টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক।সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরাফাত আমিন জানান, মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে- এমন সংবাদের পর সেখানে অভিযান চালানো হয়। সকালে কেএনএফ সদস্যরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় কেএনএফের বেশ কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।গত পাঁচ মাসেরও বেশি সময়ে কেএনএফ সদস্যরা অনেকটা নিশ্চুপ থাকলেও তারা আবারো সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এর আগে শান্তি কমিটির সাথে কেএনএফ সদস্যদের দু’দফা সমঝোতা বৈঠক হয়। গত দু’বছরের কেএনএফের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্যসহ ২৭ জন নিহত হয়েছে। আটক হয়েছে কেএনএফের ৬২ সদস্য।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv