ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন

আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৬:১০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৬:১০:৩৬ অপরাহ্ন
দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মুঠোফোন। এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার।তাই ব্যবহৃত সব হ্যান্ডসেট ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই তারিখের আগে ব্যবহৃত হ্যান্ডসেটগুলোর আলাদা করে নিবন্ধনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে সংস্থাটি।এই মুহূর্তে কীভাবে নিজ মোবাইলের বর্তমান অবস্থা যাচাই করা যাবে, সে বিষয়টি অনেকেরই অজানা।




বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা সহজেই তাদের ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। এ জন্য মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে। এরপর প্রদর্শিত স্বয়ংক্রিয় বক্সে হ্যান্ডসেটের ১৫ সংখ্যার আইএমইআই নম্বর লিখে প্রেরণ করলে ফিরতি বার্তায় হ্যান্ডসেটটির নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।এ ছাড়া neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে সিটিজেন পোর্টাল, মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র অথবা নিকটস্থ কাস্টমার কেয়ার থেকেও এই সেবা নেওয়া যাবে।




২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে গ্রাহকরা ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তর করতে চাইলে সেটি ডি-রেজিস্ট্রেশন করতে পারবেন। ডি-রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীকে তার এনআইডির শেষ চারটি সংখ্যা প্রদান করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd), এমএনও পোর্টাল, মোবাইল অ্যাপস অথবা ইউএসএসডি (*১৬১৬১#) চ্যানেলের মাধ্যমে।




বিটিআরসি বলছে, এই উদ্যোগের ফলে দেশের মোবাইল হ্যান্ডসেট ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি অবৈধ বা নকল হ্যান্ডসেটের ব্যবহার রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv