কেনিয়ায় ভূমিধসে ২১ জনের মৃত্যু

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:২৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:২৪:১২ অপরাহ্ন

পশ্চিম কেনিয়ার মারাকওয়েট ইস্ট অঞ্চলে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আরও ৩০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটিতে চলমান বর্ষাকালে টানা বৃষ্টিপাতেই ভূমিধসটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।শনিবার (১ নভেম্বর) ভোরে মারাকওয়েট ইস্ট কনস্টিটিউয়েন্সিতে ভূমিধসটি আঘাত হানে। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন জানিয়েছেন, এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ২৫ জনকে গুরুতর অবস্থায় এলডোরেটের একটি হাসপাতালে এয়ারলিফট করে নেয়া হয়েছে। তবে যাদের আঘাত তুলনামূলক কম, তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।


 

মন্ত্রী আরও জানান, উদ্ধারকর্মীরা শনিবার (১ নভেম্বর) সারাদিন উদ্ধার অভিযান চালালেও আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে রাতের পর অভিযান স্থগিত করতে হয়। রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় ভোর থেকে পুনরায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করা হবে।এদিকে প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, যেসব পরিবার মৌসুমি নদীর তীরবর্তী বা ভূমিধসপ্রবণ এলাকায় বসবাস করছে, তাদের দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে।





সূত্র: বিবিসি নিউজ। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv