বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক চলছে

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০১:৪৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০১:৪৫:৪৫ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। সে লক্ষ্যে আজ দলটির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। আজকের বৈঠকটি নানা কারণে গুরুত্বপূর্ণ। মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।আজকের বৈঠকে সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে তাদের সঙ্গে বৈঠক করে একক প্রার্থী তালিকা দিয়ে দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এসব তথ্য।




বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।উভয় বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন। তবে কী কারণে এই বৈঠক-তা স্থায়ী কমিটি বা সাংগঠনিক টিমের সদস্যদের জানানো হয়নি। যদিও রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনে বিএনপির দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। জনগণের বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv