ট্রাম্পের সামনে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৪:৩২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৪:৩২:৪৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের ওভাল অফিসে এক ব্যক্তি মাথা ঘুরে পড়ে গেছেন। ওষুধ কোম্পানির প্রতিনিদিদের নিয়ে সেখানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। তখন তিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যান।জানা গেছে, এ ব্যক্তির নাম গোর্ডন ফিনলে। তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। তিনি পড়ে যাওয়ার পর ট্রাম্প তার আসন থেকে ওঠে দাঁড়ান এবং কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকেন। ওই সময় ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন ট্রাম্পের কর্মকর্তারা।যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলি লেভেট পরবর্তীতে জানান, গোর্ডন ফিনলে ভালো আছেন এবং এমন অনাকাঙ্খিত ঘটনার পর অনুষ্ঠান এক ঘণ্টা বন্ধ থাকার পর এটি আবার শুরু হয়ে ভালোমতো শেষ হয়েছে।





একটি ভিডিওতে দেখা গেছে, এলি লিলি নামে একটি কোম্পানির সিইও ডেভিড রিকস কথা বলছেন। তখন পাশ দাঁড়ানো গোর্ডন ফিনলে হঠাৎ করে দোলা শুরু করেন। ওই সময় তার পাশে দাঁড়ানো অন্য প্রতিনিধিরা তাকে ধরে ফেলেন এবং ধীরে ধীরে তাকে মাটিতে শুইয়ে দেন। এর সঙ্গে সঙ্গেই ওভাল অফিসের চিকিৎসকরা তাকে সহায়তা করতে এগিয়ে আসেন।জানা গেছে, ওই অনুষ্ঠানে ৩০ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং অতিথিরা।ওষুধ কোম্পানিগুলো যেন ওষুধের দাম কমায় সেই উদ্দেশ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv