সামাজিক মাধ্যম ব্যবহারে শিশুদের বয়স বেঁধে দেবে ডেনমার্ক

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৪:১৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৪:১৩:১৪ অপরাহ্ন
ডেনমার্কে ১৫ বছরের কম বয়সিরা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। তবে বাবা-মা চাইলে বিশেষ অনুমতিতে ১৩ বছরের ওপরের কিশোররা কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে।
স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন গত মাসে পার্লামেন্টে উদ্বোধনী ভাষণে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানেই সরকার এবার আনছে নতুন এই আইন।ডেনমার্কের ডিজিটালাইজেশন মন্ত্রী ক্যারোলিন স্টাজ ওলসেন জানান, এ পরিকল্পনা একটি ১৪ দফা কর্মপরিকল্পনা, যার মূল লক্ষ্য অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা।
 



 
দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলগুলো এরইমধ্যে এ প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে আইনটি কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে।সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের শিশুরা গড়ে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দুই ঘণ্টা ৪০ মিনিট সময় ব্যয় করে। বিশ্লেষকরা বলছেন, এই অতিরিক্ত সময় কাটানো মানসিক চাপ, উদ্বেগ এবং আত্মবিশ্বাস হ্রাসের ঝুঁকি বাড়াচ্ছে।অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করে এই পদক্ষেপ নিয়েছে ডেনমার্ক। গত বছরই ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া।
 



তথ্যসূত্র: রয়টার্স


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv