অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৩:৫৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৩:৫৮:৩২ অপরাহ্ন
মারা গেছেন হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে প্রয়াণ ঘটে তার। তার মৃত্যুতে শোক বইছে পশ্চিমের বিনোদন দুনিয়ায়। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন সংবাদমাধ্যম ভ্যারিয়াটিকে এ খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান স্যালি কার্কল্যান্ড। এই আঘাতের ফলে গত সপ্তাহে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও আগে থেকেই হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তার ডিমেনশিয়াও (স্মৃতিভ্রংশ) ধরা পড়েছিল।ঝলমলে স্বর্ণকেশী খ্যাত এই অভিনেত্রী তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। স্যালি কার্কল্যান্ড নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়।





১৯৮৪ সালে ‘ফেইটল গেমস’ সিনেমায় প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘আনা’ সিনেমার জন্য তিনি অস্কারে মনোনয়ন পান এবং গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন।‘আনা’ ছাড়াও তিনি ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এছাড়াও জনপ্রিয় কিছু টিভি সিরিজে নিয়মিত কাজ করতেন স্যালি কার্কল্যান্ড।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv