হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের আলোচিত ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের স্বামী আলভী রায়হান সীমান্ত। তাকে এই মুহূর্তে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন বারিশা।
রবিবার দুপুরে এক ফেসবুক পোস্টে বারিশা হক লিখেন, ‘আমার হাজবেন্ডকে (স্বামীকে) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করেন প্লিজ।
আল্লাহ ভরসা। বারিশা হক একাধারে একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভির কুইজ শো ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু। একটা সময় মডেলিং, অভিনয় এবং উপস্থাপনাতে সরব থাকলেও এখন নিজেকে থিতু করেছেন ব্রান্ড প্রমোটিংয়ে।
রবিবার দুপুরে এক ফেসবুক পোস্টে বারিশা হক লিখেন, ‘আমার হাজবেন্ডকে (স্বামীকে) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করেন প্লিজ।
আল্লাহ ভরসা। বারিশা হক একাধারে একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভির কুইজ শো ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু। একটা সময় মডেলিং, অভিনয় এবং উপস্থাপনাতে সরব থাকলেও এখন নিজেকে থিতু করেছেন ব্রান্ড প্রমোটিংয়ে।