মুসলমানদের পোশাক বোরকা নিষিদ্ধের দাবি জানাতে পার্লামেন্টে বিকৃতভাবে বোরকা পরে আসায় অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যান্সনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) এই কাজের জন্য তাকে অন্যান্য সিনেটররা তীব্র নিন্দা জানান। পরে তাকে আনুষ্ঠানিকভাবে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির। অভিবাসন-বিরোধী ওয়ান নেশন পার্টির কুইন্সল্যান্ডের এই সিনেটর জনসমক্ষে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন। এই দাবিতে তিনি দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছেন। এর আগেও ২০১৭ সালে তিনি একবার পার্লামেন্টে বোরকা পরে এসেছিলেন।
হ্যান্সন জানান, তার বিলটি সিনেটে বাতিল হওয়ায় প্রতিবাদস্বরূপ তিনি আবার বোরকা পরে এসেছেন। অন্যান্য আইনপ্রণেতারা তার বিলটি উত্থাপন করতে বাধা দেওয়ায় তিনি পার্লামেন্ট থেকে বের হন এবং কিছুক্ষণ পরই কালো বোরকা পরে পার্লামেন্টে ফেরেন।
মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকী হ্যান্সনের এই কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি একজন বর্ণবাদী সিনেটরের ন্যক্কারজনক বর্ণবাদ প্রদর্শন।’
মঙ্গলবার (২৫ নভেম্বর) সরকার দলীয় সিনেট নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং হ্যান্সনকে তিরস্কারের জন্য একটি প্রস্তাব আনেন। তিনি দাবি করেন, হ্যান্সন কয়েক দশক ধরে প্রতিবাদের নামে কুসংস্কারের প্রদর্শন করে আসছেন এবং অস্ট্রেলীয় মুসলমানদের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন।
এই প্রস্তাবটি ৫৫/৫ ভোটে পাস হয়। প্রস্তাবে বলা হয়েছে, হ্যান্সনের কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল ‘ধর্মের ভিত্তিতে মানুষকে অপদস্থ ও উপহাস করা’।হ্যান্সন ফেসবুকে লেখেন, ‘যদি তারা চায় আমি এটি না পরি—তবে বোরকা নিষিদ্ধ করুক।’ হ্যান্সন এর আগে ১৯৯৬ সালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিতর্কিত ভাষণে বলেছিলেন, দেশটি ‘এশীয়দের দ্বারা প্লাবিত হওয়ার’ ঝুঁকিতে রয়েছে। এরপর ২০১৬ সালে সিনেটে তিনি বলেন, দেশটি ‘মুসলমানদের দ্বারা প্লাবিত হওয়ার’ ঝুঁকিতে রয়েছে।
হ্যান্সন জানান, তার বিলটি সিনেটে বাতিল হওয়ায় প্রতিবাদস্বরূপ তিনি আবার বোরকা পরে এসেছেন। অন্যান্য আইনপ্রণেতারা তার বিলটি উত্থাপন করতে বাধা দেওয়ায় তিনি পার্লামেন্ট থেকে বের হন এবং কিছুক্ষণ পরই কালো বোরকা পরে পার্লামেন্টে ফেরেন।
মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকী হ্যান্সনের এই কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি একজন বর্ণবাদী সিনেটরের ন্যক্কারজনক বর্ণবাদ প্রদর্শন।’
মঙ্গলবার (২৫ নভেম্বর) সরকার দলীয় সিনেট নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং হ্যান্সনকে তিরস্কারের জন্য একটি প্রস্তাব আনেন। তিনি দাবি করেন, হ্যান্সন কয়েক দশক ধরে প্রতিবাদের নামে কুসংস্কারের প্রদর্শন করে আসছেন এবং অস্ট্রেলীয় মুসলমানদের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন।
এই প্রস্তাবটি ৫৫/৫ ভোটে পাস হয়। প্রস্তাবে বলা হয়েছে, হ্যান্সনের কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল ‘ধর্মের ভিত্তিতে মানুষকে অপদস্থ ও উপহাস করা’।হ্যান্সন ফেসবুকে লেখেন, ‘যদি তারা চায় আমি এটি না পরি—তবে বোরকা নিষিদ্ধ করুক।’ হ্যান্সন এর আগে ১৯৯৬ সালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিতর্কিত ভাষণে বলেছিলেন, দেশটি ‘এশীয়দের দ্বারা প্লাবিত হওয়ার’ ঝুঁকিতে রয়েছে। এরপর ২০১৬ সালে সিনেটে তিনি বলেন, দেশটি ‘মুসলমানদের দ্বারা প্লাবিত হওয়ার’ ঝুঁকিতে রয়েছে।