বিপিএলের নিলামে নতুন করে যুক্ত হলেন আরও ১৪ বাংলাদেশি ক্রিকেটার

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:২৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:২৪:০১ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতি ফিরছে। প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি অনুসরণ করা হলেও পরে আর তা করা হয়নি। রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। তার আগে নতুন করে আরও ১৪ ক্রিকেটার নাম তালিকায় সংযুক্ত করে বিসিবি।


ফিক্সিংয়ে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের পরিবর্তে নিলামের চূড়ান্ত তালিকায় আরও বেশ কিছু পরিবর্তন এসেছে।


বিপিএল নিলামে নতুন করে যুক্ত করা হয়েছে- আলিস আল ইসলাম, মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরিফ, ইফতেখার হোসেন ইফতি, তৌফিক খান তুষার, রুবেল হোসেন (জাতীয় দলের পেসার), আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক ও জাহিদ জাভেদকে।

এর আগে, বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে নিলাম তালিকা প্রকাশ হতেই সবচেয়ে বড় আলোচনায় চলে আসে কয়েকজন অভিজ্ঞ স্থানীয় ক্রিকেটারের নাম বাদ পড়া। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ কয়েকজনের হঠাৎ অনুপস্থিতি শুধু সমর্থকদের নয়, ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যেও প্রশ্ন তুলেছে-আসলে কী ঘটছে?


শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে গণমাধ্যমের সামনে এসে সেই প্রশ্নগুলোর জবাবই দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, পরিষ্কার জানিয়ে দিলেন একটাই বার্তা-বিসিবি নিয়মে অচল, সন্দেহ থাকলে কোনো ছাড় নয়।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com