আবারও নিম্নমুখী স্বর্ণের দাম

আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন
বিশ্ববাজারে উল্লেখযোগ্য পতনে বাংলাদেশের মতো বিশ্বের অনেক দেশেই কমছে স্বর্ণের দাম। এ তালিকায় পিছিয়ে নেই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানও।স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান শক্তিশালী হতে থাকায় কমতে শুরু করেছে স্বর্ণের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে।শুক্রবার (১৫ নভেম্বর) এ প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি অবস্থান করছিল ২ হাজার ৫৬৭.৮৪ ডলারে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ভারত ও পাকিস্তানে কমেছে স্বর্ণের দাম। পাকিস্তানের স্থানীয় বাজারে প্রতি তোলা স্বর্ণের দাম ৫ হাজার ৫০০ রুপি কমে ২ লাখ ৬৬ হাজার ৪০০ রুপিতে দাঁড়িয়েছে।
 
একইভাবে অল-পাকিস্তান জেমস অ্যান্ড জুয়েলার্স সরাফা অ্যাসোসিয়েশনের (এপিজিজেএসএ) নির্ধারিত দাম অনুসারে ১০ গ্রাম স্বর্ণ ৪ হাজার ৭১৬ রুপি কমে বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩৯৫ রুপিতে।আর ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আইবিজেএ) বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের বাজারেও কমছে স্বর্ণের দাম। কয়েক মাস আগেও ভারতে স্বর্ণের দাম ছিল ৮০ হাজারে রুপি ছিল। যা এখন ৭৫ হাজারে রুপিতে চলে এসেছে। মূলত অক্টোবরে উৎসবের মাস শেষ হতেই বাজারে স্বর্ণের চাহিদা কমতে শুরু করে।
 
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪ নভেম্বর আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ৭৫ হাজার ২১০ রুপি। যা চলতি মাসের মধ্যে সর্বনিম্ন। স্বর্ণের দাম আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর কলকাতার বাজারে ২৪, ২২ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে যথাক্রমে ৩৩০ রুপি, ৪৪০ রুপিও ৪০০ রুপি কমেছে।এদিকে, গত ১৪ নভেম্বর ভরিতে ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) থেকে কার্যকর হবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv