৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:৪৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:৪৫:২৪ অপরাহ্ন
রংপুর বাস মালিক সমিতি ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের মধ্যকার বিরোধের সমাধান হওয়ায় ৪ দিন বন্ধ থাকার পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত থেকে শুরু হয় বাস চলাচল।



এ বিষয়ে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে চার দিন ধরে বাস চলাচল বন্ধ ছিল। এতে করে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।




তিনি আরও বলেন, আমরা রংপুর বাস মালিক সমিতি ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং নীলফামারী মালিক সমিতির সমন্বয়ে মঙ্গলবার একটি মিটিং করা হয়। এ মিটিংয়ের মাধ্যমে আমাদের সব সমস্যার সমাধান করা হয়েছে। এখন রংপুর বিভাগের সব জেলায় স্বাভাবিক বাস চলাচল সচল হয়েছে।



এর আগে, গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারীর এক বাস শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে চার দিন ধরে রংপুর-নীলফামারী রুটে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাভুক্ত সকল বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। তার এ ঘোষণার পর থেকে নীলফামারী-রংপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় চরম দুর্ভোগের শিকার হন সড়ক পথে চলাচলকারী যাত্রীরা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com