হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে প্রতিদিন অতিরিক্ত প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর ফলে কূপটি থেকে প্রতিদিন গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ঘনফুটে।


বুধবার (৩ ডিসেম্বর) হবিগঞ্জের শাহজিবাজার এলাকায় এই গ্যাস উত্তোলন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজিএফসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রে ৭টি কূপ ওয়ার্কওভারের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা করা হয়। এই লক্ষে গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) ও কোম্পানির নিজস্ব অর্থায়নে ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পটি নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় হবিগঞ্জ-৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ বাপেক্স তাদের ‘বিজয়-১১’ রিগ (খনন যন্ত্র) দিয়ে করেছে। হবিগঞ্জের এ কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয়েছিল। 

ওয়ার্কওভারের আগে কূপটি ১ হাজার ৫২১ পিএসআই চাপে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছিল। কূপটিতে ওয়ার্কওভারের মাধ্যমে নতুন গ্যাস উৎপাদন বৃদ্ধি, কুপের লাইফটাইম বৃদ্ধি এবং নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে। গত ২৪ অক্টোবর ওয়ার্কওভার কাজ শুরু হয়ে ২ ডিসেম্বর কাজ শেষ হয়। 


ওয়ার্কওভার শেষে ৩ ডিসেম্বর থেকে দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক অতিরিক্ত প্রায় ১২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হয়েছে যা জাতীয় জ্বালানি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv