গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিৎ-বন উপদেষ্টা

আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০১:১৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০১:৩৭:৪৫ অপরাহ্ন
বনায়ন ধ্বংসের চেষ্টা করলে বনবিভাগের পক্ষ থেকে তা প্রতিহতের আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদফতরে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।এছাড়াও প্রায় ১ হাজার ৯০০ কিমি এলাকাজুড়ে নদীর সমীক্ষায় ১ হাজার ৩৫২টি ডলফিনের উপস্থিতি পাওয়া গেছে উল্লেখ করে এর পরিমাণ আরও বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা। তিনি বলেন, মিঠাপানিতে ডলফিনের পরিমাণ বাড়াতে হবে, তাতেই বুঝা যাবে নদী দূষণমুক্ত।
 
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোন কোন জায়গায় গাছ কাটতে গেলে অনুমতি লাগবে তা নিয়ে একটি বিধিমালা তৈরির চেষ্টা চলছে। প্রাকৃতিক বনে কিছু নির্দিষ্ট গাছ (আকাশমনি, ইউক্যালিপটাস) লাগানো যাবে না। বনের ধরন অনুযায়ী গাছ লাগাতে হবে, না হলে উদ্দেশ্য সফল হবে না।
সরকার বনকর্মীদের ঝুঁকিভাতা দেয়ার চিন্তা করছে জানিয়ে তিনি বলেন, বনকর্মীদের ঝুঁকিভাতা দেয়ার ব্যাপারে সরকারের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে করে বনবিভাগের কাজের গতি বাড়ে। এতে কেউ বনায়ন ধ্বংসের চেষ্টা করলে বনকর্মীরা উদ্যোমী হয়ে প্রতিহত করবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv