ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৯:১৫:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৯:১৫:২৩ পূর্বাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টালিউড অভিনেত্রী মুনমুন সেনের সম্পর্ক নিয়ে এক সময় ছিল তুমুল আলোচনা। সংবাদপত্র থেকে চায়ের কাপের তর্কে আধিপত্য দেখাত তাদের প্রেমের গুঞ্জন। যদিও মনমুনের মতে সেটি ছিল বন্ধুত্ব। এবার জানালেন, জেলবন্দি ইমরানের জন্য চিন্তিত তিনি।




সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজকালেকে মুনমুন বলেন, দেখুন, আমি ইমরানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কোনোরকম মন্তব্য করব না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর আগে আমার কাছে ইমরানের পরিচয় একজন ক্রিকেট কিংবদন্তি, ভালো মানুষ এবং আমার বন্ধু।




সুচিত্রা-কন্যা আরও বলেন, ইমরান আমার বন্ধু। যদিও এইমুহূর্তে আমরা একে অপরের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও সে এত বড় নাম অর্জন করেছেন। যতদিন আমি তাকে চিনি, সে সবসময় তার দেশের জন্য ভালো চেয়েছেন। তাই এটা খুবই মর্মান্তিক যে আজ তাকে তার নিজের মাতৃভূমিতে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছেন। বহু বছর দেখা হয়নি ইমরানের সঙ্গে। ওর জন্য চিন্তা হচ্ছে, খুব খারাপ লাগছে, ওর পরিবারের জন্যও। কিন্তু ওই যে যখন আপনি রাজনীতিতে প্রবেশ করবেন, তাতে ঝুঁকি তো থাকেই, সেটাও তো অস্বীকার করা যায় না। তাই না?


প্রায় দুই বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি দেশটি সাবেক ক্রিকেট অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি গুজব ছড়িয়েছিল তিনি মারা গেছেন। পরে জানা যায় খবরটি ভুয়া। এরমধ্যে বিশেষ বন্ধুর জন্য মুনমুন প্রকাশ করলেন উদ্বেগ। 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv