ইন্টারটেক বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি: গাজীপুরে নতুন পরীক্ষাগার উদ্বোধন

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৪:৩৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৪:৩৬:২৬ অপরাহ্ন

বিশ্বব্যাপী টোটাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেবার শীর্ষ প্রতিষ্ঠান ইন্টারটেক বাংলাদেশে তাদের পরীক্ষণ ও সার্টিফিকেশন সক্ষমতা আরও বিস্তৃত করেছে। আজ মঙ্গলবার গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠানের অত্যাধুনিক স্থাপনায় হার্ডলাইন্স পণ্য, খেলনা এবং ক্যালিব্রেশন পরীক্ষাগার উদ্বোধনের মাধ্যমে এই সম্প্রসারণ সম্পন্ন হয়।

নতুন পরীক্ষাগার চালুর ফলে উৎপাদক, রপ্তানিকারক এবং খুচরা ব্র্যান্ডগুলোর জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী গুণগত মান নিশ্চিতে আরও সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। খেলনা, হোমওয়্যার, কুকওয়্যার, প্যাকেজিং, লাগেজ, সিরামিকস, তাঁবুসহ বিভিন্ন হার্ডলাইন পণ্যের পরীক্ষণ, পরিদর্শন ও সনদায়ন সেবা প্রদান করবে এসব ল্যাব। পরীক্ষাগারগুলো EN 71, ASTM F963, CPSIA এবং ISO 8124–এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান অনুসরণ করবে।

ইন্টারটেকের দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর অজয় কাপুর বলেন, “বাংলাদেশে হার্ডলাইন্স পণ্য, খেলনা এবং ক্যালিব্রেশন সক্ষমতার সম্প্রসারণ দক্ষিণ এশিয়ার উৎপাদনশীলতার উৎকর্ষে ইন্টারটেকের অব্যাহত বিনিয়োগকে প্রতিফলিত করে।”

ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, “নতুন ল্যাব সংযোজন বাংলাদেশের বৈশ্বিক সোর্সিং ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করবে। এতে স্থানীয়ভাবে দ্রুত সেবা পাওয়া যাবে এবং গ্রাহকদের বৈশ্বিক কমপ্লায়েন্স বজায় রাখতে সহায়তা করবে।”

ইন্টারটেক বাংলাদেশ তাদের ATIC (Assurance, Testing, Inspection and Certification) পদ্ধতির মাধ্যমে ২০০০ সাল থেকে দেশের শিল্পখাতে নিরাপত্তা, গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে কাজ করছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৮০০ জনের বেশি পেশাজীবী নিয়ে প্রতিষ্ঠানটি তৈরি পোশাক, চামড়া ও জুতা, ভোক্তা পণ্য, খাদ্য, পেট্রোলিয়াম, কৃষিজ পণ্যসহ নানা খাতে সেবা দিয়ে আসছে। নতুন পরীক্ষাগার যুক্ত হওয়ায় এবার বিশেষায়িত হার্ডলাইন্স পণ্য, খেলনা ও তাঁবু পরীক্ষণ সেবাও প্রদান করবে প্রতিষ্ঠানটি।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv