ব্রাজিলের সাও পাওলোতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। হেনরি মাতিসের আট শিল্পকর্মসহ এক ডজনের বেশি শিল্পকর্ম উধাও হয়ে গেছে। গত রোববার (৭ ডিসেম্বর) শহরের বিখ্যাত মারিও দে আন্দ্রাদে মিউনিসিপাল লাইব্রেরি থেকে এসব শিল্পকর্ম লুট করা হয়। দেশটির সামরিক পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দর্শনার্থীদের মধ্যে হঠাৎ দুই ব্যক্তি লাইব্রেরিতে ঢুকে প্রথমে এক নিরাপত্তারক্ষী ও পরিদর্শনে থাকা এক বয়স্ক দম্পতির ওপর হামলা করেন। এরপর তারা দ্রুত নিকটবর্তী আনহাঙ্গাবাউ মেট্রো স্টেশনের দিকে পালিয়ে যান। তাদের হাতে বেশ কয়েকটি পেইন্টিং ছিল।চুরির একদিন পর সোমবার (৮ ডিসেম্বর) পুলিশের হাতে ধরা পড়েছে সন্দেহভাজনদের একজন। তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি এক ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
গত অক্টোবর থেকে লাইব্রেরিটি সাও পাওলো মিউজিয়াম অব মডার্ন আর্টের সঙ্গে মিলে 'ফ্রম বুক টু মিউজিয়াম' নামে একটি প্রদর্শনী আয়োজন করছে। এতে মাতিস, ব্রাজিলিয়ান চিত্রশিল্পী ক্যান্ডিদো পোর্তিনারি এবং ফরাসি শিল্পী ফার্দাঁ লেজের কাজ প্রদর্শিত হচ্ছিলো।লাইব্রেরি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, চোরেরা মাতিসের আটটি ও পোর্তিনারির পাঁচটি শিল্পকর্ম নিয়ে গেছে। এসব শিল্পকর্ম কেবল অর্থমূল্যে বিবেচনা করা যায় না।
মাতিস (১৮৬৯–১৯৫৪) ২০ শতকের অন্যতম প্রভাবশালী শিল্পী, যিনি তাদের কাজে উজ্জ্বল রঙ ব্যবহারের জন্য বেশ পরিচিত। চিত্রকর্মের পাশাপাশি তিনি প্রিন্টমেকিংয়েও দক্ষ ছিলেন—লিনোকাট থেকে লিথোগ্রাফি পর্যন্ত নানা পদ্ধতিতে তিনি ৮০০–র বেশি প্রিন্ট তৈরি করেছেন। চুরি যাওয়া কাজগুলোর মধ্যে ছিল তার বিখ্যাত বই 'জ্যাজ'–এর পৃষ্ঠা, যেখানে রয়েছে পেপার কাটিং থেকে অনুপ্রাণিত রঙিন চিত্র এবং শিল্প নিয়ে মাতিসের নিজস্ব মন্তব্য।
গত অক্টোবর থেকে লাইব্রেরিটি সাও পাওলো মিউজিয়াম অব মডার্ন আর্টের সঙ্গে মিলে 'ফ্রম বুক টু মিউজিয়াম' নামে একটি প্রদর্শনী আয়োজন করছে। এতে মাতিস, ব্রাজিলিয়ান চিত্রশিল্পী ক্যান্ডিদো পোর্তিনারি এবং ফরাসি শিল্পী ফার্দাঁ লেজের কাজ প্রদর্শিত হচ্ছিলো।লাইব্রেরি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, চোরেরা মাতিসের আটটি ও পোর্তিনারির পাঁচটি শিল্পকর্ম নিয়ে গেছে। এসব শিল্পকর্ম কেবল অর্থমূল্যে বিবেচনা করা যায় না।
মাতিস (১৮৬৯–১৯৫৪) ২০ শতকের অন্যতম প্রভাবশালী শিল্পী, যিনি তাদের কাজে উজ্জ্বল রঙ ব্যবহারের জন্য বেশ পরিচিত। চিত্রকর্মের পাশাপাশি তিনি প্রিন্টমেকিংয়েও দক্ষ ছিলেন—লিনোকাট থেকে লিথোগ্রাফি পর্যন্ত নানা পদ্ধতিতে তিনি ৮০০–র বেশি প্রিন্ট তৈরি করেছেন। চুরি যাওয়া কাজগুলোর মধ্যে ছিল তার বিখ্যাত বই 'জ্যাজ'–এর পৃষ্ঠা, যেখানে রয়েছে পেপার কাটিং থেকে অনুপ্রাণিত রঙিন চিত্র এবং শিল্প নিয়ে মাতিসের নিজস্ব মন্তব্য।