বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০২:১১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০২:১১:৫৯ অপরাহ্ন
ভারতের কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করতে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের বড় অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এবং বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় এই বেড়া বসানো হয়েছে।

 

গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ২ হাজার ২৮৯ দশমিক ৬৬ কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার।

 

এই সীমান্তের যথাক্রমে ২ হাজার ১৩৫ দশমিক ১৩৬ কিলোমিটার (৯৩.২৫%) পাকিস্তান সীমান্ত এবং ৩ হাজার ২৩৯ দশমিক ৯২ কিলোমিটার (৭৯.০৮%) বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।


 

নীত্যানন্দ রায় আরও জানান, মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই ৯০০ কিলোমিটারেরও বেশি এলাকায় বেড়া স্থাপন করা হয়েছে।

 

ভারতের সঙ্গে আটটি দেশের—পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন এবং মালদ্বীপ—স্থল ও জলসীমান্ত রয়েছে। এ সীমান্তগুলোর সম্মিলিত দৈর্ঘ্য যথাক্রমে ১৫ হাজার ১০৬ দশমিক ৭ কিলোমিটার এবং ৭ হাজার ৫১৬ কিলোমিটার। এই পরিসংখ্যানে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ।


 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়াকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার।



তথ্যসূত্র : এনডিটিভি

 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv