হজ ও ওমরাহ মৌসুমে শিশুদের নিরাপত্তা জোরদার করতে নতুন ব্যবস্থা চালু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববি প্রাঙ্গণে শিশুদের জন্য বিশেষ পরিচয়সংবলিত নিরাপত্তা ব্রেসলেট বিতরণ শুরু হয়েছে।
হজ বা ওমরাহ পালন করতে আসার সময় শিশুদের হাতে এই ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে। এতে অভিভাবকের নাম ও যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সংযুক্ত থাকবে। কোনো শিশু ভিড়ের মধ্যে হারিয়ে গেলে বা দল থেকে আলাদা হয়ে পড়লে, এই ব্রেসলেটের তথ্যের মাধ্যমে দ্রুত তার পরিচয় নিশ্চিত করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।
ইতোমধ্যে ওমরাহ যাত্রীদের মধ্যে কিং আবদুল আজিজ গেট ও কিং ফাহাদ গেটসহ (৭৯ নম্বর গেট) গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ব্রেসলেট বিতরণ করা হচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অভিভাবকদের তথ্য নিবন্ধনে সরাসরি সহায়তা করছেন।
কর্তৃপক্ষ জানায়, হজ ও ওমরাহর সময় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, ফলে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জরুরি। এ কারণে সব অভিভাবককে এই সেবার আওতায় আসার আহ্বান জানানো হয়েছে।
তাদের মতে, এই উদ্যোগ অভিভাবকদের মানসিক স্বস্তি বাড়াবে এবং বিশ্বের অন্যতম পবিত্র ধর্মীয় স্থানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।