বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল

আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:০৯:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:০৯:৩৯ পূর্বাহ্ন
বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। বজ্রপাতের এই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম। খবর গালফ নিউজের। গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে দুবাইয়ে। সেই সময়েই বজ্রপাত ঘটে বুর্জ খলিফায়। এতে অবশ্য ভবনটির কোনো ক্ষতি হয়নি। কারণ ভবনটি যেন বজ্রপাত প্রতিরোধ করতে পারে, সেভাবেই সেটির নকশা করা হয়েছে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে দুবাইয়ের বাসিন্দাদের উদ্দেশে ক্রাউন প্রিন্স বলেন, সামনের এমন আরও বৃষ্টিবহুল দিন আসবে দুবাইয়ে। বাসিন্দারা যেন সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখেন।




আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে দুবাইয়ে। আরও কয়েক দিন এমন আবহওয়া অব্যাহত থাকবে।



প্রসঙ্গত, বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv