অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে: তারেক রহমান

আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৬:৩৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৬:৩৭:৩৬ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতীয় ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে জনগণের চাওয়া-প্রত্যাশা পূরণে মনোযোগ দিলে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (জেটেব) সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

তিনি বলেন, “তিন মাস পরে অন্তর্বর্তী সরকারের সফলতার মূল্যায়ন করা অমূলক নয়। তবে সরকার পরিচালনায় অদক্ষতা কখনোই কাম্য নয়। আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নামতে বাধ্য হলে তা সবার জন্য লজ্জার বিষয়। কেন আহতদের চিকিৎসা সরকারের অগ্রাধিকারে নেই, তা নিয়ে প্রশ্ন তুলতে হবে।”

রাজনীতি ও অর্থনীতির মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি বলেন, “মানুষের হাতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা না থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে না। জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা পেলে এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক দৃঢ় হবে। রাজনীতি রুগ্ন হলে দেশের অর্থনীতিও রুগ্ন হতে বাধ্য।”

গার্মেন্টস সেক্টরের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “বঙ্গবন্ধু জিয়াউর রহমানের উদ্যোগেই গার্মেন্টস শিল্প আন্তর্জাতিক রফতানি বাজারে প্রবেশ করেছিল। বর্তমানে গার্মেন্ট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরের চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। তবে ষড়যন্ত্র, টাকা পাচার ও অনিয়মের কারণে এই সেক্টরে সংকট দেখা দিচ্ছে। এই খাতকে আরও লাভজনক করতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”

তিনি দেশ ও জাতির উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv