চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আজমতপুর সীমান্তের ১৮২/৩-এস সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র দেশে নাশকতার উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, গত ছয় মাসে মহানন্দা ব্যাটালিয়ন ছয়টি বিদেশি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে। এছাড়া গত তিন বছরে এই ব্যাটালিয়নের অভিযানে ১৫ জন আসামিসহ ৩৩টি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগজিন আটক করা হয়েছে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র দেশে নাশকতার উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, গত ছয় মাসে মহানন্দা ব্যাটালিয়ন ছয়টি বিদেশি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে। এছাড়া গত তিন বছরে এই ব্যাটালিয়নের অভিযানে ১৫ জন আসামিসহ ৩৩টি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগজিন আটক করা হয়েছে।