তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৫:০৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৫:০৪:১৭ অপরাহ্ন
তীব্র তুষার ঝড়ে কাবু যুক্তরাজ্য। গোরেট্টি নামের ঝড়ে ঘণ্টায় ১৫৯ কিলোমিটার বেগে বাতাস, আর ভারী তুষারপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ। কিছু এলাকায় বিরল রেড অ্যালার্ট জারি। বন্ধ সাড়ে ৩ শ’র বেশি স্কুল। বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা।শীতের দাপটে চলতি সপ্তাহে থরো থরো প্রায় পুরো ইউরোপ। বলকান উপদ্বীপ থেকে শুরু করে হাঙ্গেরি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, এমনকি সুদূর তুরস্কেও থাবা বসিয়েছে হিমাঙ্কের নিচে তাপমাত্রা।তবে ঝড় গোরেট্টির প্রভাবে সবচেয়ে নাজুক পরিস্থিতি যুক্তরাজ্যে। ঘণ্টায় ১৫৯ কিলোমিটার বেগে বাতাস, আর ভারী তুষারপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ রেড অ্যালার্ট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আবহাওয়া সতর্কতা জারি রয়েছে দেশের বিভিন্ন অংশে।




দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্নওয়ালে প্রায় একশো আর স্কটল্যান্ডে আড়াইশোর বেশি স্কুল বন্ধ। সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন গড়াতে পারে শুক্রবারও। সবচেয়ে ভারী তুষারপাতের আভাস মিডল্যান্ডস আর ওয়েলসের দক্ষিণে। এরই মধ্যে ১৫ সেন্টিমিটার পুরু তুষারে ঢেকে গেছে লেক ভার্নউই। মিডল্যান্ডসে দশকের ভয়াবহতম তুষারপাতের আভাস আবহাওয়া বিভাগের। এমন পরিস্থিতিতে দোকানপাটে সরবরাহ কমে গেছে নিত্যপণ্যের।




আর্কটিক বিস্ফোরণের জেরে গেল সপ্তাহজুড়ে তাপমাত্রা নেমে আসে চার থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। যা যুক্তরাজ্যে জানুয়ারি মাসের গড় তাপমাত্র থেকে অনেকটা কম। এর মধ্যেই আটলান্টিকে দ্রুত গতি বাড়ছে, গোরেট্টির, ভারী মেঘের স্তরে ঢেকে গেছে নর্দার্ন আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের বড় অংশ। তুষারপাতের পাশাপাশি রয়েছে ভারী বৃষ্টি আর বন্যার শঙ্কাও।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv