বেকহ্যামের পরিবারে চরম কলহ, বাবা-মাকে ছেলের আইনি নোটিশ

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০২:৪৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০২:৪৫:২৭ অপরাহ্ন
অন্যদিকে, ডেভিড ও ভিক্টোরিয়া শুধু তাদের প্রিয় ছেলেকে জানাতে চেয়েছেন যে তাদের দরজা সবসময় তার জন্য খোলা এবং তারা এখনও তাকে ভালোবাসেন। এক অভ্যন্তরীণ সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন জানিয়েছে, বেকহ্যাম দম্পতি একাধিকবার এই বিরোধ মেটানোর চেষ্টা করেছেন। এমনকি ডেভিডের নাইটহুড অনুষ্ঠান এবং পরবর্তী সংবর্ধনায় ব্রুকলিন ও নিকোলাকে আমন্ত্রণও জানিয়েছিলেন তারা। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না তারা।




বেকহ্যাম দম্পতির সঙ্গে সন্তানের পারিবারিক দূরত্বের শুরুটা ২০২২ সালে, যখন নিকোলার বিয়ের পোশাক নিয়ে বিতর্ক দেখা দেয়। পোশাকটি ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা হলেও নিকোলা তা পরেননি বলে জানা যায়। পরবর্তীতে দূরত্ব এমন পর্যায়ে গিয়ে ঠেকে যে, ব্রুকলিন তার পরিবারের যেকোনো অনুষ্ঠানে হাজির হওয়া বন্ধ করে দেন। এমনকি মা ভিক্টোরিয়ার নেটফ্লিক্স ডকুমেন্টারি অনুষ্ঠান, বাবা ডেভিডের ৫০তম জন্মদিন পালন ও নাইটহুড উদযাপনেও বড় ছেলেকে পাননি বেকহ্যাম দম্পতি। এমনকি পুরো পরিবারকেই তিনি ইনস্টাগ্রামে ব্লক করে দেওয়ার কথা জানান বেকহ্যামের ছোট ছেলে ক্রুজ বেকহ্যাম।



এ ছাড়া কথিত রয়েছে, ব্রুকলিনের সাবেক প্রেমিকা কিম টার্নবুলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার ভাই রোমিও। বেকহ্যামের জন্মদিন উদযাপনে টার্নবুলও উপস্থিত থাকার কথা আগাম টের পাওয়ায় নাকি সেখানে যাননি ব্রুকলিন। অতি সম্প্রতি নাইটহুড উদযাপন অনুষ্ঠানে বেকহ্যাম বিরোধ মেটাতে চাইলেও ব্রুকলিনের অনিচ্ছায় তা আর হয়নি। 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com