প্রেমিকার জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড়ালেন প্রেমিক

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০২:৫৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০২:৫৩:৩৫ অপরাহ্ন
ভারতের বেঙ্গালুরুর এক যুবকের অভিনব জন্মদিন উপহার সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। অভিক ভট্টাচার্য্য নামে এক যুবক সম্প্রতি নিজের প্রেমিকার ২৬তম জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড় দিয়েছেন, যা দেখেই নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন।তার দৌড়ের ভিডিওটি প্রকাশ করা হয় প্রেমিক যুগলের যৌথ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যায়, প্রেমিকা সিমরান প্রথমে বলেন, তিনি জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড় দিতে চেয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে পারবেন না। সিমরান অভিভূত হয়ে বলেন, ‘আমি বুঝতেই পারছি না- এই লোকটার সঙ্গে কিভাবে পাল্লা দেব।’




পরবর্তীতে ভিডিওতে ভট্টাচার্য্য জানান, ‘আমার প্রেমিকা ২৬ বছরে পা দিল, তাই আমি তার জন্য ২৬ কিলোমিটার দৌড় দেব।’ এরপর তিনি দৌড় শুরু করেন এবং পথের ছোট ছোট ভিডিও শেয়ার করতে থাকেন, যেখানে তিনি প্রেমিকার সুস্থতা ও ভালো থাকার জন্য প্রার্থনা করেন।
তিনি আরও জানান, দৌড়ের সময় তিনি ইয়ারফোন ব্যবহার করেননি, যাতে মনোযোগ দিয়ে স্মৃতিচারণ করতে পারেন এবং সিমরানের সঙ্গে কাটানো সুখময় মুহূর্তগুলো মনে করতে পারেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, মাত্র দুই সপ্তাহ পরই মুম্বাই ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে, কিন্তু বিশেষ এই দৌড়টি তিনি তার জন্মদিনের জন্য উৎসর্গ করেছেন।



দৌড়ের সময় ভট্টাচার্য্য শারীরিক সুস্থতার গুরুত্বও তুলে ধরেছেন। তার মতে, ‘ভালো শারীরিক স্বাস্থ্য সবকিছুর ভিত্তি।’ এছাড়া ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যবহারকারীরা তার এই অক্লান্ত প্রচেষ্টাকে ‘প্রেম ও সম্পর্কের নিখুঁত উদাহরণ’ হিসেবে অভিহিত করেছেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com