মালদ্বীপের বিপক্ষে জিতে চাকরি কি বাঁচাতে পারলেন কাবরেরা

আপলোড সময় : ১৭-১১-২০২৪ ১১:৩১:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৪ ১১:৩১:৩১ পূর্বাহ্ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় রয়েছে। মালদ্বীপের বিপক্ষে সাম্প্রতিক জয় স্বস্তি আনলেও, তার পুরো বছরের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। বাফুফে কোচের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই সভা করবে। 

২০২৩ সালে বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স হতাশাজনক ছিল। বছরের আট ম্যাচের মধ্যে জয় মাত্র দুটি। সেপ্টেম্বরে ভুটানের বিরুদ্ধে ১-০ এবং সাম্প্রতিক মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি। 

সহ-সভাপতি ফাহাদ করিম এক সাক্ষাৎকারে বলেন, "মালদ্বীপের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ, তবে সামগ্রিক পারফরম্যান্স আমাদের সন্তুষ্ট করেনি। কোচের বিষয়ে সিদ্ধান্ত নিতে ন্যাশনাল টিম কমিটি, ট্যাকটিক্যাল কমিটি এবং ডেভেলপমেন্ট কমিটি শিগগিরই বসবে।"

বাফুফে ২০২৪ সালের জন্য নতুন কৌশল সাজাচ্ছে। ফিফা উইন্ডোতে নারী ও পুরুষ দলের জন্য শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। ফাহাদ করিম বলেন, "আমাদের তুলনায় ভালো দলের বিপক্ষে খেললে র‌্যাঙ্কিং উন্নত হবে এবং দলের প্রস্তুতিও ভালো হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।"

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বাংলাদেশ সফরকে স্মরণীয় করতে বাফুফে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে। ফাহাদ করিম জানিয়েছেন, "ইনফ্যান্তিনোর সফর বাংলাদেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা নারী ও পুরুষ ফুটবল এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে তার কাছ থেকে সহায়তার আশা করছি।"

বাফুফের এই উদ্যোগগুলো বাংলাদেশ ফুটবলের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে, কোচ কাবরেরার পারফরম্যান্সের পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন দলকে উন্নতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ হবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv