ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৫:২২:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৫:২২:৪০ অপরাহ্ন
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পশ্চিবঙ্গের এক শ্রমজীবীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঝাড়খণ্ডে নিজের ঘর থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।মৃত ওই ব্যক্তির নাম আলাউদ্দিন শেখ, বয়স ৩৬ বছর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামে তার বাড়ি। প্রায় ৫ বছর আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ড যান তিনি; সেখানে ফেরিওয়ালার কাজ করতেন।




আলাউদ্দিনের ভগ্নিপতি ওসমান শেখ জানান, গত পরশু তার শ্যালক তাকে ফোন করে বলেছিলেন, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে তাকে। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও বিশেষ লাভ হচ্ছে না। গোটা ঘটনায়  ভয় পাচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি। তারপর বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই বন্ধ ছিল তার মোবাইল ফোন।এদিকে শুক্রবার সকালে আলাউদ্দিনের মৃত্যুর খবর তার গ্রাম সুজাপুর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা। রেললাইন ও মহাসড়ক অবরোধ করেন তারা, জ্বালানো হয় টায়ার।




পরিবারের সদস্যদের দাবি, যে ছবি তারা পেয়েছেন—সেখানে দেখা যাচ্ছে ফাঁস দেওয়া অবস্থায় বসে আছেন আলাউদ্দিন। তার ভিত্তিতেই পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয় খুন করা হয়েছে আলাউদ্দিনকে । এরপর প্রমাণ লোপাটে গলায় ফাঁস দেওয়া হয়েছে।
আলাউদ্দিনের পরিবারের স্বজন ও প্রতিবেশীদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে ওই এলাকা। পরিস্থিতি সামাল দিতে সেখানে ইতোমধ্যে পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের এলিট শাখা র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com