শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৩:৫৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৩:৫৯:২৭ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ডিগ্রি অর্জনই তরুণদের শেষ দায়িত্ব নয়; বরং সমাজের একটি বড় অংশ এখনো উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকায় শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায় আরও বেশি। তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশের তরুণরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরেছে। তবে প্রকৃত পরিবর্তনের জন্য ব্যক্তি নয়, প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য।আজ সকালে ঢাকার সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণে বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি সমাবর্তনে সভাপতিত্ব করেন।




আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ নির্বাচনে তরুণদের শুধু সরকার গঠন নয়, রাষ্ট্র পরিচালনার নীতি ও কাঠামো নির্ধারণেও ভূমিকা রাখতে হবে। সংস্কার বাস্তবায়নে গণভোটে শান্তিপূর্ণভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।মৎস্য ও প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ দূষণ, অবৈধ আহরণ ও প্লাস্টিক দূষণের কারণে মাছসহ সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। পাশাপাশি তরুণদের ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহারের আহ্বান জানান তিনি।




সমাবর্তনে বিভিন্ন বিভাগের গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফয়েজসহ বিশ্ববিদ্যালয়ের  কর্মকর্তারা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com