কুয়েতে প্রতি ৭৫ মিনিটে একটি তালাক

আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:১৬:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:১৬:০০ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে হচ্ছে, ঘণ্টায় প্রায় দুটি। খুশির খবরের পাশাপাশি খারাপ খবরও শোনেন কুয়েতিরা। প্রতি ৭৫ মিনিটে একটি করে তালাকও হয় দেশটিতে। খবর গালফ নিউজেরকুয়েতের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বরে দেশটিতে গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি করে বিয়ে হয়েছে এবং প্রতি ৭৫ মিনিটে একটি করে তালাক নিবন্ধিত হয়েছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগের প্রকাশিত এই তথ্য শরিয়া নোটারাইজেশন বিভাগের মাসিক কার্যক্রম প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি।প্রতিবেদন অনুযায়ী, ওই মাসে মোট ১,২৫২টি বিয়ে ও পুনর্মিলন সংক্রান্ত লেনদেন নথিভুক্ত হয়। দৈনিক গড়ে ৪২টি। এর মধ্যে ১,১৪৩টি ছিল বিয়ে নিবন্ধন, অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টি বিয়ে।





বিপরীতে নভেম্বরে মোট ৫৯৫টি তালাক নিবন্ধিত হয়েছে। দৈনিক গড়ে প্রায় ২০টি। এর মধ্যে ৫৮.৭ শতাংশ তালাক ঘটেছে কুয়েতি দম্পতিদের মধ্যে। এছাড়া দেশটিতে ১০৯টি বিয়ে প্রমাণ চুক্তি সম্পাদিত হয়েছে, যা দিনে গড়ে প্রায় চারটি। এসব চুক্তির অধিকাংশই কুয়েতি স্বামী ও অ-কুয়েতি স্ত্রীর মধ্যে হলেও, কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো প্রমাণীকরণ চুক্তি নথিভুক্ত হয়নি।কুয়েতের বিচার মন্ত্রণালয় বলছে, এই পরিসংখ্যান কুয়েতজুড়ে শরিয়া নোটারাইজেশন সেবার প্রতি মানুষের স্থায়ী ও উচ্চ চাহিদা স্পষ্টভাবে তুলে ধরেছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com