ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৪:২৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৪:৩৪:০৭ অপরাহ্ন
ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ (২১ জানুয়ারি)। ২০২১ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ২৪ বছর বয়সে এ পৃথিবী থেকে চিরবিদায় নেন মাহাবুব আলম মৃদুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটনের পরিচালক ছিলেন তিনি।



মাহাবুব আলম মৃদুলের স্মরণে কবর জিয়ারত, কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ইত্যাদি নানান আয়োজন করেছে পরিবারবর্গ এবং শুভাকাক্সিক্ষগণ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গ্রামের বাড়ি টাঙ্গাইলে, গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে, রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিস, মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সসহ দেশব্যাপী ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুমে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের।




উল্লেখ্য, মাহাবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান। মাহাবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার মেধার স্বাক্ষর রাখেন।




ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাতে নতুন নতুন উদ্ভাবনে ব্যাপক আগ্রহ ছিলো মাহাবুব আলম মৃদুলের। বিশেষকরে দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে ব্যাপক পরিসরে কাজ করতে চেয়েছিলেন তিনি। অত্যন্ত মিষ্টভাষী ও বন্ধুবৎসল মাহাবুব আলম মৃদুল ওয়ালটন পরিবারের সদস্যদের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন। তাঁর অকাল প্রয়াণ ওয়ালটন তথা দেশের ইলেকট্রনিক্স ও হাই-টেক ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। মাহাবুব আলম মৃদুল তাঁর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসু কর্মময় জীবনের জন্য যুগ যুগ ধরে মানুষের মাঝে বেঁচে থাকবেন। 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com