শেষবারের মতো পান্ডা দেখতে টোকিওতে দর্শকের ভিড়

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৪:২৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৪:২৬:৪৪ অপরাহ্ন
টোকিওর উয়েনো চিড়িয়াখানায় পান্ডা ভক্তরা রবিবার (২৫ জানুয়ারি) ভিড় জমিয়েছেন দুটি বিশাল পান্ডাকে বিদায় জানাতে। চার বছর বয়সী যমজ পান্ডা ‘জিয়াও জিয়াও’ এবং ‘লেই লেই’কে এই মাসের শেষে চীনে ফেরত পাঠানো হবে।১৯৭২ সালের পর প্রথমবারের মতো জাপানে পান্ডা না থাকায় হাজার হাজার মানুষ লটারি টিকিটের জন্য আবেদন করেছেন। ৫৪ বছর বয়সী মাচিকো সেকি বলেন, ‘জিয়াও জিয়াও ও লেই লেই-এর বাবা-মা এখানে আসার পর থেকেই আমি এখানে আসছি।


মনে হচ্ছে যেন একটি পরিবারের গল্পের সমাপ্তি ঘটছে।’যদিও পান্ডাদের চীনে ফেরত পাঠানোর পরিকল্পনা কয়েকদিন ধরেই ছিল। সম্প্রতি চীন-জাপান সম্পর্কের অবনতি এ বিষয়টিকে জটিল করে তুলছে।চিড়িয়াখানায় দর্শনার্থীরা প্রধানত পান্ডাদের শেষ দেখা ও তাদের সঙ্গে সংযোগ অনুভব করতে আগ্রহী ছিলেন।


সেকি বলেন, ‘পান্ডারা আমাকে অনেক কিছু দিয়েছে—শক্তি, সাহস, নিরাময়। আমি আজ কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি।’যে দর্শকরা লটারি জিততে পারেননি, তারা শুধু পান্ডাদের সঙ্গে একই বাতাসে শ্বাস নিতে আসতেন। ৪৯ বছর বয়সী আকিকো কাওয়াকামি বলেন, ‘আমি এখানে এসেছি কারণ আমি পান্ডাদের কাছাকাছি থাকতে চেয়েছিলাম।



সূত্র: রয়টার্স


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com