বগুড়ার ধুনট উপজেলায় মায়ের সঙ্গে অসুস্থ দাদাকে দেখতে এসে ডোবার পানিতে ডুবে নুর আমিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুর আমিন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে আবুল হোসেন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। কয়েকদিন ধরে তার বাবা খুবই অসুস্থ। শনিবার (২৪ জানুয়ারি) বাবাকে দেখার জন্য শিশু সন্তান নুর আমিনসহ স্ত্রীকে ঢাকা থেকে রামকৃষ্ণপুর গ্রামে বাবার বাড়িতে পাঠান। আবুল হোসেনের স্ত্রী ও সন্তান দুপুরের দিকে রামকৃষ্ণপুর গ্রামে বাবার বাড়িতে পৌঁছায়। এ অবস্থায় বিকেলে অসুস্থ বাবার সেবার কাজে ব্যস্ত ছিলেন আবুল হোসেনের স্ত্রী।
এ সময় খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নুর আমিন। স্বজনরা শিশুটিকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শনিবার সন্ধ্যায় নুর আমিনকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার হাফিজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। তাকে চিকিৎসা দেয়ার কোনো সুযোগ পাওয়া যায়নি।
এ সময় খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নুর আমিন। স্বজনরা শিশুটিকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শনিবার সন্ধ্যায় নুর আমিনকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার হাফিজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। তাকে চিকিৎসা দেয়ার কোনো সুযোগ পাওয়া যায়নি।