মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম, অন্যদিকে তার ঘরে চলছিল চুরি

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৩:৪৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৩:৪৫:৩০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফজরের আজানের সময় মসজিদের ইমামের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে আজান চলাকালীনই দুর্বৃত্ত ইমামের ঘরে ঢুকে চুরি করে এমন দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।ঘটনাটি ঘটে গত ১১ জানুয়ারি ভোরে উপজেলার দড়িভেলানগর পূর্ব পাড়া জামে মসজিদে। মসজিদের ইমাম মাওলানা আবু হানিফ ফজরের আজান দিচ্ছিলেন। ঠিক সেই সময় এক ব্যক্তি লোহার ভারী অস্ত্র হাতে তার বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। আজান শেষ হওয়ার আগেই ঘর থেকে মালামাল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাকে।





ভুক্তভোগী ইমাম মাওলানা আবু হানিফ বলেন, আমি ঘুম থেকে উঠে ফজরের আজান দিচ্ছিলাম। এ সময় চোর ঘরের তালা ভেঙে আমার একটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা নিয়ে যায়। নামাজ শেষে ফিরে এসে বিছানার ওপর একটি বড় লোহার রড পড়ে থাকতে দেখি। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুরো বিষয়টি নিশ্চিত হই। এখন চরম অনিরাপত্তায় ভুগছি।তিনি দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।





সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, একের পর এক চুরির ঘটনায় তারা আতঙ্কিত। তাদের ভাষ্য, আজানের সময় ইমামের ঘরে চুরি হওয়া আমাদের নিরাপত্তাহীনতার চরম উদাহরণ। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।




এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com