৩০০ নেতাকর্মী নিয়ে ধানের শীষে ভোট দেয়ার ঘোষণা আ.লীগ নেতার

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৫:০২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৫:০২:২৯ অপরাহ্ন
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ৩০০ নেতাকর্মী নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর।বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা এলাকায় নিজ বাড়িতে শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান বাচ্চু মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি একই ইউনিয়ন থেকে টানা তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যার মধ্যে একবার নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।
 



বুধবার দুপুরে তিনি শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সঙ্গে নিজ বাড়িতে একটি উঠান বৈঠকের আয়োজন করেন। ওই সভায় তিনি তার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার ঘোষণা দেন।

 



এ বিষয়ে আনিছুর রহমান বাচ্চু মাদবর বলেন, ‘মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আমাদের বলেছেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, তারা আওয়ামী লীগই করবেন; বিএনপিতে আসার দরকার নেই। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন। তার এই কথায় আমরা কনেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তাকে সমর্থন জানিয়েছি।’
 




এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘শরীয়তপুরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপিকে সমর্থন জানিয়ে আমাদের পক্ষে কাজ শুরু করেছেন। আমরা সবাই একটি পরিবার। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করে যাব।’
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com