সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় মামলা, গ্রেফতার ২৬

আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০২:২৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০২:২৭:২০ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় পুলিশ ঢাকার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে।গতকাল বুধবার সচিবালয়ে বিক্ষোভ করার সময় আটক হওয়া ৫৪ জনের মধ্যে ২৬ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া অজ্ঞাত আরো ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।অন্যদিকে, আটক বাকি ২৮ জনকে তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা ফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবিতে শতাধিক শিক্ষার্থী গতকাল দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন।তাদের প্রথমে সরে যেতে বলা হলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তা না মানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেয় এবং ৫৪ জনকে আটক করে।

সূত্র : বিবিসি


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv