৩৯ শ্রমিক চাকরিচ্যুত, বাকিদের কর্মবিরতি

আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:০১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:০১:৩০ অপরাহ্ন
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ডরিন ফ্যাক্টরির শ্রমিকরা ম্যানেজমেন্টেদের পদত্যাগ ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল রাখার দাবিতে কর্মবিরতি পালন করেছেন।রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার ভেতরে এ কর্মবিরতি পালন করেন তারা।

শ্রমিকরা জানান, সম্প্রতি বিভিন্ন অভিযোগ এনে কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় অবস্থিত ডরিন ফ্যাক্টরির অন্তত ৩৯ জন শ্রমিককে চাকরিচ্যুত করে মালিক কর্তৃপক্ষ। এছাড়া ম্যানেজমেন্টেদের অসৎ আচরণের অভিযোগ করেন শ্রমিকরা। রোববার সকালে ম্যানেজমেন্টেদের পদত্যাগ ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল রাখার দাবিতে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এ সময় কারখানার ভেতরে প্রবেশ করে তারা উৎপাদন কাজ বন্ধ রাখেন। এদিকে, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv