‘আ.লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে’

আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৫:০০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৫:০৪:১৫ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, "যদি ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হতে পারে, তাহলে তারেক রহমানের মামলাগুলো কেন প্রত্যাহার হবে না?" তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেমন এই সরকারের প্রয়োজন রয়েছে, তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে তারেক রহমানেরও দেশে থাকা জরুরি।

রবিবার (আজ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাগ্রত বাংলাদেশ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে, যেখানে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে মিথ্যা দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়।

আব্দুস সালাম আরও বলেন, "আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকট ও প্রেতাত্মারা সরকারকে এখন এমন এক 'ট্রাফিক জ্যাম'-এ ফেলে দিয়েছে, যেখান থেকে তারা বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ছাত্র-জনতার ওপর দমনপীড়নের ঘটনার পর তিন মাস পার হলেও সঠিক সিদ্ধান্ত নিতে না পারা অত্যন্ত লজ্জাজনক। জনগণের জন্য দায়িত্বশীল পদক্ষেপ না নিয়ে সরকার দেশে আড়াইশ স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে। অথচ তাদের মূল দায়িত্ব হওয়া উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর।"

তিনি জনগণের জীবনযাত্রার সমস্যার দিকে নজর দেওয়ার তাগিদ দেন। চাল-ডাল, তেল, পানি, ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পাশাপাশি রমজান মাসের আগেই বাজার স্থিতিশীল করার আহ্বান জানান। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও যানজট সমস্যা সমাধানের মতো জরুরি বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে বলেন। "মানুষ আজ টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, এই দৃশ্য দেশের জন্য শুভ নয়," যোগ করেন তিনি।

তিনি শেখ হাসিনার সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার সমালোচনা করে বলেন, "যা জরুরি তা আগে করুন, ৫০ বছরের পরিকল্পনা এখন দরকার নেই।"

সভায় সভাপতিত্ব করেন জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv