আগামী ৩০ নভেম্বর ২০২৪ তারিখ সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের শেষ সময় নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী সুরক্ষার স্বার্থে সীলগালা করা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।
গত ১ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, "এটি দুর্নীতির বিরুদ্ধে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। করযোগ্য আয় থাকা ব্যক্তিদের আয়কর বিবরণী জমা দেওয়ার মতোই, এই সম্পদ বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। এমনকি যাদের কোনো সম্পদ নেই, তাদেরও এ তথ্য দাখিল করতে হবে। এটি জনস্বার্থে নেওয়া একটি পদক্ষেপ।"
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী সুরক্ষার স্বার্থে সীলগালা করা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।
গত ১ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, "এটি দুর্নীতির বিরুদ্ধে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। করযোগ্য আয় থাকা ব্যক্তিদের আয়কর বিবরণী জমা দেওয়ার মতোই, এই সম্পদ বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। এমনকি যাদের কোনো সম্পদ নেই, তাদেরও এ তথ্য দাখিল করতে হবে। এটি জনস্বার্থে নেওয়া একটি পদক্ষেপ।"