রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে আসছেন মেসি, এমন খবরে যে কারোর চোখ কপালে উঠার কথা। এই দুই ফুটবলারকে মানুষ দেখবে একই ফ্রেমে? ভাবতেই কেমন অবাক লাগে। আসলে গুঞ্জনটি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে। রোনালদোর ছবির ক্যাপশনে লিখা, ‘আমরা ইন্টারনেটে একটা রেকর্ড ভাঙতে যাচ্ছি।’ ব্যস, তারপর থেকেই শুরু হলো এমন গুঞ্জন।বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো একটি পোস্ট করেছেন। রোনালদোর ছবির ক্যাপশনে লিখা আছে, ‘খুব শিগগিরই ক্রিস্টিয়ানোর চ্যানেলে নতুন একজন অতিথি আসবেন। আমরা ইন্টারনেটে রেকর্ড ভাঙতে যাচ্ছি।’ তারপর থেকেই শুরু হয় গুঞ্জন। সবার ধারণা, খোদ মেসিই আসবেন রোনালদোর চ্যানেলে অতিথি হয়ে।২০২২ ফিফা বিশ্বকাপের আগেও এমনই একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যায়, মেসি এবং রোনালদো দাবা খেলায় মগ্ন। তবে খেলাটা কোনও দাবার কোর্টে নয়, বরং একটি ফ্যাশন হাউজের ব্রিফকেসের ওপর।
সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্টের মিনিটখানেকের মধ্যেই কয়েক মিলিয়ন লাইক বা রিয়েকশন পড়েছিল। তারা দুজনেই তখন নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে একই ছবি পোস্ট করেছিলেন। বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৬৩ কোটিরও বেশি। এছাড়া ফেসবুকে তার ভক্ত আছেন ১৭ কোটির বেশি। ইউটিউব চ্যানেলে তার সাবস্ক্রাইবার আছেন ৬৭ মিলিয়ন। শুধু তাই নয়, এর আগে একবার এমন গুজবও ছড়িয়েছিল যে, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি রোনালদোর ইউটিউব চ্যানেলে আসবেন অতিথি হিসেবে। এবার নতুন গুঞ্জন, খোদ মেসিই নাকি আসতে যাচ্ছেন রোনালদোর ইউটিউব চ্যানেলে! মেসি-রোনালদো কেউই ফুটবল থেকে অবসর নেননি। দুজনেই খেলছেন ভিন্ন দুই দেশের ক্লাবে। লা লিগায় দীর্ঘদিন খেলেছেন মেসি-রোনালদো। একজন খেলতেন বার্সেলোনায়, আরেকজন খেলতেন রিয়াল মাদ্রিদে। তখন তারা প্রায়ই একে অপরের মুখোমুখি হতেন।
বয়স হয়েছে, তবুও তারা দুজনে ছুটছেন দুর্দান্ত গতিতে। এমনি তাদের মধ্যে কে সেরা, তা নিয়েও বিতর্কের জের থামতে দেননি তারা। দুজনে দুই মহাদেশে গিয়েও পিছু ছাড়েননি একে অপরকে। এখনও প্রায় প্রতিটি ম্যাচ শেষে রেকর্ডের খাতা সমৃদ্ধ করে যাচ্ছেন এই দুই ফুটবলার।
সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্টের মিনিটখানেকের মধ্যেই কয়েক মিলিয়ন লাইক বা রিয়েকশন পড়েছিল। তারা দুজনেই তখন নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে একই ছবি পোস্ট করেছিলেন। বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৬৩ কোটিরও বেশি। এছাড়া ফেসবুকে তার ভক্ত আছেন ১৭ কোটির বেশি। ইউটিউব চ্যানেলে তার সাবস্ক্রাইবার আছেন ৬৭ মিলিয়ন। শুধু তাই নয়, এর আগে একবার এমন গুজবও ছড়িয়েছিল যে, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি রোনালদোর ইউটিউব চ্যানেলে আসবেন অতিথি হিসেবে। এবার নতুন গুঞ্জন, খোদ মেসিই নাকি আসতে যাচ্ছেন রোনালদোর ইউটিউব চ্যানেলে! মেসি-রোনালদো কেউই ফুটবল থেকে অবসর নেননি। দুজনেই খেলছেন ভিন্ন দুই দেশের ক্লাবে। লা লিগায় দীর্ঘদিন খেলেছেন মেসি-রোনালদো। একজন খেলতেন বার্সেলোনায়, আরেকজন খেলতেন রিয়াল মাদ্রিদে। তখন তারা প্রায়ই একে অপরের মুখোমুখি হতেন।
বয়স হয়েছে, তবুও তারা দুজনে ছুটছেন দুর্দান্ত গতিতে। এমনি তাদের মধ্যে কে সেরা, তা নিয়েও বিতর্কের জের থামতে দেননি তারা। দুজনে দুই মহাদেশে গিয়েও পিছু ছাড়েননি একে অপরকে। এখনও প্রায় প্রতিটি ম্যাচ শেষে রেকর্ডের খাতা সমৃদ্ধ করে যাচ্ছেন এই দুই ফুটবলার।