অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু; জাবিতে ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আপলোড সময় : ২০-১১-২০২৪ ১০:১৭:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৪ ১০:১৭:৩৯ পূর্বাহ্ন
ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় একজন ডেপুটি রেজিস্ট্রারসহ মোট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আজ সারাদিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে শোক দিবস পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এদিকে, ঘাতক রিকশা চালকের বিচার, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে আজ সকাল সাড়ে ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেইটে) ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করছে বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

এর আগে, ঘটনার দিন মঙ্গলবার রাতভর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের আবাসিক বাসার সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়, শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে হলে ফিরে যান আন্দোলনকারীরা। দায়িত্ব অবহেলায় সাময়িক বরখাস্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। 

এদের মধ্যে এস্টেট অফিসের ডেপুটি-রেজিস্ট্রার আব্দুর রহমানের স্থলে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেমকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আজ সারাদিন শোক দিবস পালনের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শোক দিবস ঘোষণা করা হয়েছে। শোক দিবসে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সোহেল আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। আজকের দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। যানবাহনের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও শৃঙ্খলা আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com