ঢাকা , বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত পাঠানো হলো ৫০ তরুণকে ঢাকার মেট্রোরেল-সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়: সালাহউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১ আলবেনিয়ার এআই মন্ত্রী দিয়েলা ৮৩টি ডিজিটাল সন্তানের 'মা' হতে চলেছেন ‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন মাই টিভির বার্তা ও সম্প্রচার পরিচালক জেকের উদ্দিন সম্রাট সংঘর্ষে কৃত্রিম হাত খুলে পড়া আতিককে দেখতে গেলেন নাহিদ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছেন: রাশেদ খাঁন নির্বাচন ছাড়া পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না: সাকি আপাতত আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার: নুর মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, ঘোষণা উপদেষ্টার এক এনআইডিতে সর্বোচ্চ সাতটি সিম, নির্বাচনের আগে কার্যকর: স্বরাষ্ট্র উপদেষ্টা সম্মেলনে অংশগ্রহণের নামে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশিকে ফেরত ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলেছে পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর শৈলকুপায় শশুরের বটির আঘাতে গৃহবধূর মৃত্যু সংস্কারগুলো অনুমোদনের পর সংবিধানের নাম ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’ করার দাবি এনসিপির বাচ্চাদের ঘুম ভাঙাতে ব্যান্ড ভাড়া করে আনলেন মা!

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ১২:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ১২:২৩:০০ অপরাহ্ন
আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি শাকিব খানের সঙ্গে সিনেমা করার আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছেন। এরই মধ্যে গুরুতর অভিযোগ এনে আবারও শিরোনামে তিশা। তার দাবি, লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করেন তাসনুভা তিশা। তিনি ‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ আনেন। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে অভিযুক্ত যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিশা।

লাইভে তাসনুভা তিশা বলেন, "কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার এবং সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা সন্দেহ। কারণ, তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২.১ মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।"

ঘটনার বিস্তারিত তুলে ধরে তাসনুভা তিশা বলেন, "আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল মাইক্রোফোন পরার আলাদা জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই নিজের মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও তিনি ধারণ করে ‘কাউসার’স কিংডম’ নামের পেজে আপলোড করেন।"

তিনি আরও বলেন, "কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব থাকলে মানুষ এমন কাজ করে! কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন, কিন্তু তারা আদতে সাংবাদিক নন। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি যেন কোনো শুটিং স্পটে না আসতে পারেন। তাকে বয়কট করা উচিত।"

তিশা জানান, ওই যুবকের পেজে আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে। তিনি বলেন, "পেজে শুধু আমি নই, আরও অনেক অভিনেত্রীর ভিডিও দেখেছি। লুকিয়ে ধারণ করা এসব ভিডিও পেজে পোস্ট করা হয়েছে। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি এবং কুসুম শিকদার আপুর ভিডিও রয়েছে।"

সবশেষে অভিযুক্তের নাম উল্লেখ করে তিনি বলেন, "কাউসার নামের এই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এ ধরনের কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা বিষয়টি দেখুন। আমার সহশিল্পী এবং কলাকুশলীদের কাছে অনুরোধ, আপনারা আমাকে জানাবেন, এই বিষয়ে কী করা উচিত।"

২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তাসনুভা তিশা। মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’-এর মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। এরপর বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওসহ অসংখ্য নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত পাঠানো হলো ৫০ তরুণকে

হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত পাঠানো হলো ৫০ তরুণকে