ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়ে পুতিনের সাথে ফোনালাপের পরিকল্পনা ট্রাম্পের ফের ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস ভারতের ইউটিউবার জ্যোতির সঙ্গে ছিল পাকিস্তান হাইকমিশনের যোগাযোগ! আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী, ভাঙা হতে পারে বাড়ি পাঁচ বছর পর এলো তবুও ভালো লাগছে : জয়া আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না: পাকিস্তান ইসিকে জবাবদিহির আওতায় আনতে আইনের সংশোধনের দাবি জামায়াতের একনেকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন সাম্য হত্যা: শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু সাত কলেজের অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা অধ্যাদেশ বাতিল না হলে এনবিআরে কলম বিরতি চলবে সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার টকশোতে অশ্লীল শব্দচয়ন : উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ ৩ বিভাগে অতিভারী বর্ষণের আভাস আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা আমিরাতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন শান্ত

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছে হামাসের প্রতি সমর্থন

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১১:১২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১১:১২:১৭ পূর্বাহ্ন
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছে হামাসের প্রতি সমর্থন
বিশ্বজুড়ে বসবাসরত ইহুদি তরুণদের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইসরায়েলি বংশোদ্ভূত ইহুদি তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের অভিবাসন ও ইহুদি বিদ্বেষ মনোভাব মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয়ের এক জরিপে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি তুলে ধরা হয়।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত ইসরায়েলি বংশোদ্ভূত প্রায় ৩৭ শতাংশ ইহুদি কিশোর-কিশোরী হামাসের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। একইসঙ্গে ৪১.৩০ শতাংশ মার্কিন ইসরায়েলি তরুণ মনে করেন, গাজায় ইসরায়েল আসলে গণহত্যা চালাচ্ছে। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশে এই সমর্থনের হার যথাক্রমে ৭ শতাংশ ও ১০ শতাংশ।

এছাড়া জরিপে আরও দেখা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ইহুদি তরুণদের ৬৬ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। গাজার বর্তমান পরিস্থিতিতে তারা তেলআবিবের হত্যাযজ্ঞের তীব্র সমালোচনা করেছেন।

জরিপের ফলাফলে ইসরায়েলের ভেতরে ও বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ইসরায়েলের তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছেন, তারা মূলধারার ইসরায়েলি সংস্কৃতি ও রাজনৈতিক মতাদর্শ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। এর ফলে তাদের চিন্তাধারায় এই পরিবর্তন এসেছে।

এ প্রসঙ্গে গাজায় হামাসের হাতে মুক্তি পাওয়া দুই ইহুদি বন্দির অভিজ্ঞতা উল্লেখ করেছে মিডল ইস্ট আই। প্রায় ১০ মাস আগে তারা হামাসের বন্দিদশা থেকে মুক্ত হন। এক সাক্ষাৎকারে মা-মেয়ে এই দুজন জানান, বন্দি থাকার সময় হামাস সদস্যদের আচরণে তারা মুগ্ধ হয়েছেন। তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল।

জরিপের এই ফলাফল ইসরায়েলের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। তেলআবিবের কৌশলগত বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের মধ্যেও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বিরোধিতা বাড়ছে, যা ভবিষ্যতে দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে।

কমেন্ট বক্স
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা

নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা