ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝরাতে লাইভে পরীমণি, বললেন কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ মিলবে ‘গোল্ড কার্ড’ ভিসায় বাংলাদেশি রোগীদের জন্য দুয়ার খুলেছে চীন, দেশেই চিকিৎসার মান বাড়ানোর পরামর্শ টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ, কাল থেকে খুলছে সরকারি অফিস মুসলিমদের বিক্ষোভে উত্তাল ভারত বিয়ে করলেন শামীম হাসান ৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত ১৮ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত দেশের ভেতরের খেলায়ও হিজাব নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স ইউনূস-মোদি বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে: প্রেস সচিব মুসলিম বিদ্বেষের অভিযোগ, বয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’ বিবাহবার্ষিকীতে নাচের সময় হার্ট অ্যাটাক, ওয়াসিমের মৃত্যু ইনজুরির কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি

বিকেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, উত্তাল সাগর

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০১:৫১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০১:৫১:৫১ অপরাহ্ন
বিকেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, উত্তাল সাগর
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘ফেনগাল’। তবে এটি বাংলাদেশে তেমন প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “আজ বিকেলের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি শ্রীলঙ্কার দিকে অগ্রসর হবে। ফলে বাংলাদেশে বড় কোনো প্রভাব পড়বে না। তবে খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।”

সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপটি বর্তমানে স্থির রয়েছে। এটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর থেকে ১৮২৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১৭৭০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১৭১৫ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ১৭১০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

গভীর নিম্নচাপটির কেন্দ্র থেকে ৪৮ কিমি এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত বাড়ছে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাগর উত্তাল রয়েছে।

সমুদ্র ও মাছ ধরার নৌযানগুলোর জন্য নির্দেশনায় বলা হয়েছে,
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের জন্য সরাসরি হুমকি না হলেও সবার সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কমেন্ট বক্স