ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমার মতো চাপ কোনো নায়িকা নেয়নি: চিত্রনায়িকা মুনমুন বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা হচ্ছে ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে তুলে নেয়ার অভিযোগ এবি পার্টির নির্বাচন ও সংবিধান সংস্কার প্রস্তাবনা হস্তান্তর প্রথম সফরে দিল্লিকে এড়িয়ে কেন বেইজিংয়ে নেপালের প্রধানমন্ত্রী অলি জুলাই-আগস্টে আহতদের পুনর্বাসনে প্রকল্প নেবে যুব মন্ত্রণালয় চিন্ময় অনুসারীদের হামলা: আওয়ামী লীগের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আপনাদের দেশে যাওয়া টাকা ফেরত চাই, ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ ভারতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ৬ মাসে তৈরি ঢাকাই জামদানিতে ভারত মাতালেন জয়া সিরাজ উদ দৌলা-মোহনলালের মতো হিন্দু-মুসলমান একসঙ্গে লড়ব: রিজভী এটিএস এক্সপো আয়োজন করছে ওয়ালটন চার হাত এক হবে আজ সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান ভালোবেসে এক সন্তানের জননীর কাছে চীনের চেং নাং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না: উপদেষ্টা ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব ৬৯ কারাগারের ১৭টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক এরদোয়ানের সমালোচনায় ৯ জনের কারাদণ্ড ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী

ডলার ব্যবহার না করলে ১০০ ভাগ শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১১:০৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১১:০৬:১৭ পূর্বাহ্ন
ডলার ব্যবহার না করলে ১০০ ভাগ শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নেমে আসবে। রাশিয়া-চীনভিত্তিক ব্রিকস গ্রুপকে এমনই হুঁশিয়ারি দিলেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ব্রিকসের গোষ্ঠীভুক্ত দেশগুলো ডলারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সেটা বসে-বসে আমরা দেখছি- এমন দিন শেষ। ওইসব দেশকে আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তারা নতুন কোনো মুদ্রা চালু করবে না বা ক্ষমতাশালী ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রার পক্ষে যুক্তি দেবে না। নাহলে তাদের ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। আর দুর্দান্ত মার্কিন অর্থনীতিতে (নিজেদের পণ্য) বিক্রি করার চিন্তাভাবনাকে বিদায় জানাতে হবে।'

মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নেমে আসবে। রাশিয়া-চীনভিত্তিক ব্রিকস গ্রুপকে এমনই হুঁশিয়ারি দিলেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ব্রিকসের গোষ্ঠীভুক্ত দেশগুলো ডলারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সেটা বসে-বসে আমরা দেখছি- এমন দিন শেষ। ওইসব দেশকে আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তারা নতুন কোনো মুদ্রা চালু করবে না বা ক্ষমতাশালী ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রার পক্ষে যুক্তি দেবে না। নাহলে তাদের ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। আর দুর্দান্ত মার্কিন অর্থনীতিতে (নিজেদের পণ্য) বিক্রি করার চিন্তাভাবনাকে বিদায় জানাতে হবে।'
ব্রিকসে আছে ভারতও!
আর ট্রাম্প যে ব্রিকস গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়েছে, তাতে ভারতও আছে। ২০০৯ সালে তৈরি ব্রিকস আপাতত একমাত্র বড় সংগঠন, যার সদস্য নয় আমেরিকা। ব্রিকসে ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইরান, মিসর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশও আছে।

রাশিয়া ও চীনই মূলত বিকল্প মুদ্রার পক্ষে যুক্তি দিচ্ছে
গত কয়েক বছর ধরে মার্কিন ডলারের বিকল্প হিসেবে কোনো মুদ্রা বা নিজস্ব মুদ্রা চালু করার পক্ষে যুক্তি দিচ্ছে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর একাংশ। যে তালিকায় মূলত রাশিয়া এবং চীন আছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে একটি নয়া ‘কমন’ মুদ্রার প্রস্তাব পেশ করেছিল ব্রাজিল। ভারত অবশ্য ওই পথে হাঁটেনি। বরং ব্রিকসের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে লেনদেনের মাধ্যম হিসেবে মার্কিন ডলারকে বাদ দেয়ার পক্ষপাতী নয়।

‘টুঁটি টিপে দেয়ার' হুমকি ট্রাম্পের
সেই আবহেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বললেন, 'আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে ব্রিকস (যে নয়া কোনো মুদ্রা চালু করবে), সেটার কোনো সম্ভাবনা নেই। যে দেশ সেই চেষ্টা করবে, তাদের আমেরিকাকে বিদায় জানাতে হবে।' অর্থাৎ ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন বাজারে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ‘টুঁটি টিপে দেয়া হবে।’

'ওই নীতি অন্য কারো হতে পারে….', জানিয়েছেন জয়শংকর
বিষয়টি নিয়ে আপাতত ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর তরফে কোনো মন্তব্য করা হয়নি। কোনো মন্তব্য করেনি ভারতও। তবে গত অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর স্পষ্টভাবে বলেছিলেন, 'আমার মতে, আপনি অন্য কারো সাথে আমাদের গুলিয়ে ফেলছেন। কারণ আমরা কখনো সক্রিয়ভাবে ডলারকে নিশানা করিনি। সেটা আমাদের অর্থনৈতিক বা রাজনৈতিক বা কৌশলগত নীতি নয়। সেই নীতি অন্য কারো হতে পারে।'

সেইসাথে জয়শংকর জানিয়েছিলেন, আসল সমস্যাটা হলো যে কয়েকটি দেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আছে, যেগুলি মুদ্রা হিসেবে ডলার নেয় না। সেক্ষেত্রে অন্য কোনো উপায় খুঁজতে হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘আমরা শুধু আমাদের বাণিজ্য করার চেষ্টা করছি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমার মতো চাপ কোনো নায়িকা নেয়নি: চিত্রনায়িকা মুনমুন

আমার মতো চাপ কোনো নায়িকা নেয়নি: চিত্রনায়িকা মুনমুন